এখনো বাড়ি ভাড়া হয়নি ৬৫৯২ জন হজযাত্রীর

চলতি বছর হজ পালনে এখনো (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ৬ হাজার ৫৯২ জন হজযাত্রীর বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি হয়নি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রতিবেদনে বলা হয়, নুসুক মাসার সিস্টেমে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারটি লিড এজেন্সি অন্তর্ভুক্ত হয়নি। চারটি লিড এজেন্সির আওতায় সমন্বয়কারী এজেন্সির সংখ্যা ৪৫টি।
এসব এজেন্সির আওতায় মক্কা ও মদিনায় এখনো বাড়ি ভাড়া করা হয়নি ৫ হাজার ৮৪২ জন হজযাত্রীর। অন্যদিকে নুসুক মাসার সিস্টেমে তথ্য অন্তর্ভুক্ত হয়নি ৭৫০ জন হজযাত্রীর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- আরও পড়ুন
- সৌদিতে বাড়ি ভাড়া করেনি ৯ এজেন্সি, অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী
- অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
- ঢাকার বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ ৯-১৩ এপ্রিল
এর আগে গত মঙ্গলবার হজ ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, বাড়ি ভাড়া এখনো চূড়ান্ত না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জনের হজযাত্রা নিয়ে শঙ্কায় রয়েছে ধর্ম মন্ত্রণালয়। নুসুক মাসার সিস্টেমে তথ্য অন্তর্ভুক্ত হয়নি ২ হাজার ১৯৩ জন হজযাত্রীর।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
বিজ্ঞাপন
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানাতে দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন ধর্ম উপদেষ্টা ও সচিব।
আরএমএম/ইএ/জিকেএস
বিজ্ঞাপন