ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহ আমানতে কোটি টাকার সোনাসহ শারজাহফেরত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৭ লাখ টাকার স্বর্ণসহ শারজাহফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ওই যাত্রীর নাম মোহাম্মদ মকসুদ আহমেদ (৪২)।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। আটক মকসুদ চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বারদোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দোভাষী পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার কাছ থেকে ২৪ ক্যারেটের ৮০৩ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ২২ ক্যারেটের ১০৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি ৭ লাখ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধ সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় কাস্টমস, অ্যাভিয়েশন সিকিউরিটি এবং এনএসআই প্রতিনিধির উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করে পূর্বঘোষণা ছাড়া আনা স্বর্ণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, ওই যাত্রী কৌশলে অভিনব কায়দায় ব্যাগের চ্যানেলের ভেতর হাতঘড়ির চেইন আকারে, মোবাইলের এডাপ্টারের ভেতর এবং এয়ারপডের ভেতর স্বর্ণপিণ্ড লুকিয়ে বহন করছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণ ডিএম মূলে কাস্টমসে জমা দেওয়া হয়েছে। ওই যাত্রী স্বর্ণপিণ্ডগুলো কালার কোডেট করেছিলেন। যে কারণে এগুলো স্বর্ণ নিশ্চিত হতেও সময় লাগে।

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমকেআর/এমএস

বিজ্ঞাপন