ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ঢাকা স্টেট কলেজের শিক্ষক আকতার হোসেন বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ। যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে।

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নুরজাহান রোড ঘুরে কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।

টিটি/বিএ/এএসএম

বিজ্ঞাপন