নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এসময় সিইসি বলেন, এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।
এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রসংশা করেন সিইসি।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন:
- ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজত
তিনি আরও বলেন, আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলমান। এই কাজ শেষ হবে ১১ এপ্রিল।
এমওএস/এসএনআর/এমএস
বিজ্ঞাপন