ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড

ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১২ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর জিগাতলায় অবস্থিত পিলখানার বিজিবি ৪নং গেটের সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানানো হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলা আশপাশের অবস্থা নিয়ে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বাহলের দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিজিবি সদর দপ্তরের ৪নং গেটের সামনে অবস্থান নিয়েছেন। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে জল কামানও।

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে আসা বিডিয়ার সদস্য তারেক আজিজ বলেন, বিজিবি হেডকোয়ার্টারের ৪নং গেটের সামনে আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা করতে এখানে আসিনি দাবি আদায়ের জন্য এসেছি।

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা

বিজ্ঞাপন

এদিকে এ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪নং গেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

কেআর/এমআরএম/জেআইএম

বিজ্ঞাপন