ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেই জাঙ্গালিয়ায় লাল পতাকা বসিয়েছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৩ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় লাল পতাকা বসিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। জাঙ্গালিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির স্থানে চালকদের সতর্ক করার জন্য এই লাল পতাকা বসানো হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাঙ্গালিয়া অংশের সড়কটি কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ঢালু। ঢালু পথটি অতিক্রম করতেই রয়েছে বাঁক। ওই বাঁকে ঢালু থেকে একটু উঁচু কালভার্ট রয়েছে। মূলত গতিতে গাড়ি চালিয়ে ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারান অনেক চালক। এখানে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও বেশিরভাগ চালক দুর্ঘটনাপ্রবণ ওই স্থানের কথা মনে রাখতে পারেন না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বুধবার (২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতি দুর্ঘটনাপ্রবণ স্থানটি পরিদর্শন করেছি। সড়কের অসামঞ্জস্যতা এবং দুর্ঘটনা ঘটার কারণ চিহ্নিত করার চেষ্টা করেছি। পাশাপাশি স্থানটি যেন চালকরা বুঝতে পারেন, সেজন্য লাল পতাকা স্থাপন করেছি।’

ঈদের দিন (৩১ মার্চ) সকালে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন এবং বুধবার (২ এপ্রিল) সকালেও একই স্থানে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/ইএ/এএসএম

বিজ্ঞাপন