হাওরেও এক মাস মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে

সমুদ্র এবং নদীর মতো হাওরেও বছরের একটি নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করছে সরকার। প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে সরকার।
এজন্য গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, ১৯৫০’-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’-তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। বিধিমালায় নতুন একটি বিধি সংযোজন করা হয়েছে।
বিধিমালা সংশোধনের প্রাক-প্রস্তাবে বলা হয়েছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওরগুলোতে প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সংশোধনী সম্পর্কে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। সরকার তা প্রয়োজনে বিবেচনা করবে।
উল্লেখিত সময়ের মধ্যে এ বিষয়ে কোনো আপত্তি বা পরামর্শ না পাওয়া গেলে সংশোধনী চূড়ান্ত বলে গণ্য হবে।
বিজ্ঞাপন
আরএমএম/এমকেআর/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ সিলেট মেট্রোপলিটন ও চাঁদপুরে অনলাইন জিডি সেবা চালু হচ্ছে
- ২ ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে সই করলো বাংলাদেশ
- ৩ মিয়ানমারে মানবিক সহায়তা শেষে দেশে ফিরছে উদ্ধারকারী ও চিকিৎসাদল
- ৪ চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর, আটক ৬
- ৫ কাউন্টার নিয়ে দ্বন্দ্বে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি