ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অর্থের বিনিময়ে সাফাদির সঙ্গে আসলামের দেশবিরোধী ষড়যন্ত্র

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৬ মে ২০১৬

বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে অর্থের বিনিময়ে ষড়যন্ত্রমূলক বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে রাজারবাগ পুলিশ লাইনে সপ্তাহব্যাপী সিঙ্গাপুর ও বাংলাদেশের যৌথ কর্মশালা শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, দেশে অরাজকতা তৈরি, সরকারকে অজনপ্রিয় করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেতা আসলাম ভারতে ভারতে একাধিকবার ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাত করেন। এসময় তিনি অর্থের বিনিময়ে বাংলাদেশ সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে তদন্তে উঠে আসে।

শহীদুল হক বলেন, ইতোমেধ্যে আসলামের বিরুদ্ধে সরকারের কাছে রাষ্ট্রদ্রোহী মামলা করার মঞ্জুরি মিলেছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদেও আসলামের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগের সত্যতা মিলেছে। তার বিরুদ্ধে আজই দেশদ্রোহীতার মামলা হবে।

উল্লেখ্য, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর থেকে জোর আলোচনা শুরু হয়।

যদিও আসলাম ইসরায়েলি রাজনীতিক মেন্দির সঙ্গে ভারতে এক হওয়ার খবর অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীক কারণে বিভিন্ন জনের সঙ্গে তার দেখা হয়েছে, তবে কোনো বৈঠক হয়নি।

এনিয়ে আলোচনার মধ্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার বলেন, আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাকে পেলেই গ্রেফতার করা হবে।

এরপর বিএনপির এই যুগ্ম মহাসচিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের কথা স্বরাষ্ট্রমন্ত্রী জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই গত ১৫ মে সন্ধ্যায় নারায়ণগঞ্জ যাওয়ার পথে ঢাকার খিলক্ষেতের ৩০০ ফুট রাস্তা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

জেইউ/এসকেডি/এআরএস/আরআইপি