ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হচ্ছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত দুই নেতার বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিরল সম্মান প্রদর্শন করে প্রেসিডেন্ট শি নিজ কার্যালয় থেকে বেরিয়ে এসে তাকে স্বাগত জানান। ড. ইউনূস দুই উপদেষ্টাসহ হলে প্রবেশ করলে চীনা প্রেসিডেন্ট তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হচ্ছে

পরে দুই নেতা নিজ নিজ দেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক আলোচনায় নেতৃত্ব দেন, যেখানে উষ্ণতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় ছিল। এটি ছিল প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

বিজ্ঞাপন

বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট শি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন।

তিনি জানান, চীন বাংলাদেশি পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা ২০২৮ সালের শেষ পর্যন্ত বজায় রাখবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও দুই বছর বাড়ানো হলো।

বাংলাদেশ-চীন মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট শি, যা বাংলাদেশের প্রতি চীনা বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করবে।

বিজ্ঞাপন

ড. ইউনূসের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনা প্রেসিডেন্ট তার দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে সরাসরি বিনিয়োগ ও উৎপাদনকেন্দ্র স্থানান্তরের বিষয়ে উৎসাহিত করবেন বলে জানান।

চীন বাংলাদেশে একটি বিশেষ চীনা শিল্পাঞ্চল ও শিল্প পার্ক নির্মাণে সমর্থন দেবে বলে জানান প্রেসিডেন্ট শি। তিনি বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বি আর আই) প্রকল্পে উন্নতমানের সহযোগিতা এবং ডিজিটাল ও সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

স্বাস্থ্য ও মানবিক সহায়তার ক্ষেত্রে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের নাগরিকদের চীনের ইউনান ও অন্য প্রদেশগুলোতে চিকিৎসার জন্য স্বাগত জানান এবং বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকট ও কৌশলগত সহযোগিতার বিষয়ে ড. ইউনূস বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন।

প্রেসিডেন্ট শি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত জনগণের বাংলাদেশ থেকে প্রত্যাবাসনের বিষয়ে চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হচ্ছে

বিজ্ঞাপন

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা চীনের কাছে বাংলাদেশি তরুণদের স্বপ্নপূরণে সহায়তা চেয়ে একটি চীন সংস্কৃতি কেন্দ্র স্থাপনের অনুরোধ করেন। তিনি চীনা প্রকল্প ঋণের সুদের হার কমানো এবং প্রতিশ্রুত অর্থের জন্য আরোপিত প্রতিশ্রুতি ফি মওকুফের অনুরোধ জানান।

প্রেসিডেন্ট শি জানান, তিনি ড. ইউনূসের ক্ষুদ্রঋণের ধারণা গভীরভাবে অধ্যয়ন করেছেন, যখন তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আম আমদানি করতে চীন প্রস্তুত। তিনি নিজেও বাংলাদেশি আম ও কাঁঠালের স্বাদ উপভোগ করেছেন বলেন।

বিজ্ঞাপন

দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা নদী প্রকল্পে চীনের সহযোগিতা, মাল্টিপারপাস কমব্যাট এয়ারক্রাফট কেনা এবং কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলো পর্যন্ত মাল্টিমোডাল পরিবহন সংযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেন, আজ আমরা ইতিহাসের নির্মাণ প্রত্যক্ষ করলাম। এটি একটি রূপান্তরমূলক সফর, যেখানে দুই নেতা ভবিষ্যতের কৌশলগত সম্পর্কের দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন, যা আগামী কয়েক দশক টিকে থাকবে।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান অংশ নেন।

এমইউ/এমকেআর/এএসএম

বিজ্ঞাপন