ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৭ জেলা ও এক বিভাগে তাপপ্রবাহ, থাকতে পারে ঈদ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১১ পিএম, ২৭ মার্চ ২০২৫

 

সারাদেশে ক্রমাগত গরম বাড়ছেই। রাজধানী ঢাকাসহ সাত জেলা ও খুলনা বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এ তাপপ্রবাহ ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, এই তাপপ্রবাহ ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। ঈদের পর তাপমাত্রা কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে দুয়েক জেলায় তাপপ্রবাহ থাকতে পারে।

আরএএস/জেএইচ

বিজ্ঞাপন