বোয়াও সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ অনুষ্ঠান শুরু হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, এশিয়ার ডেবোসখ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে উচ্চ শক্তিশালী একটি প্রতিনিধিদল নিয়ে প্রধান উপদেষ্টা বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চীন পৌঁছান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রতিবছর এখানে বোয়াও ফোরামের আয়োজন হয়। এটা একটা গ্লোবাল কনক্লেব। পুরো পৃথিবীর বড় বড় ব্যবসায়ী, রাজনৈতিক ও বিশ্বনেতারা এই সম্মেলনে যোগ দিতে নিয়মিত আসেন। এটাকে ডেবোস অব দি ইস্ট বলা হয়। ডেবোসে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনসহ বড় বড় দেশের সিইও ও বিশ্বনেতারা থাকেন ঠিক তেমনি এই সম্মেলনে এশিয়ার বড় বড় লিডার ও পশ্চিমা নেতারাও আসেন। এছাড়া এ সম্মেলনে এশিয়ার বড় বড় বৃহৎ প্রাইভেট সেক্টরের লিডারও আসেন।
শফিকুল আলম জানান, চীন পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গে দুজন উপদেষ্টা (পররাষ্ট্র ও জ্বালানিবিষয়ক), রোহিঙ্গাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি এবং বিডার নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তারা যেহেতু বোয়াও ফোরামের বাইরেও বিভিন্ন সাইডলাইনে বৈঠক করবেন তাই সে বৈঠকে যেন বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে তারা জোরালো বক্তব্য তুলে ধরেন সে সম্পর্কে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, প্রধান উপদেষ্টা আজ ব্যস্ত সময় অতিবাহিত করবেন। খুব সকালে তিনি বোয়াও ফোরামে এসে চীনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ফোরামে এগুলো নিয়ে সাত-আট মিনিটের বক্তব্য রাখবেন।
- আরও পড়ুন
- চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আসছে?
- চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে: ড. ইউনূস
লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে বক্তৃতা করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সাইডলাইনে তিনি প্রাইভেট সেক্টরে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
পরদিন ২৮ মার্চ স্থানীয় সময় সকাল ১০টায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিটিং করবেন। তিনি এদিন অফিসিয়াল মিটিংয়ের বাইরে ও একাধিক মিটিংয়ে অংশ নেবেন। শতাধিক বড় বড় বিজনেস লিডারের সঙ্গে কথা হবে। বাংলাদেশে উৎপাদনের কী কী সুযোগ রয়েছে তা নিয়ে বিভিন্ন ম্যানুফ্যাকচারদের সঙ্গে কথা বলবেন।
বিজ্ঞাপন
নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো নিয়ে বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও চীনের সম্পর্কে কীভাবে আরও গভীর করা যায় সে ব্যাপারে আলোচনা হবে। বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হবে।
তৃতীয় দিনে পিকিং ইউনিভার্সিটি প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেখানে তিনি বক্তব্য দেবেন। চারদিনের সফর শেষে আগামী ২৯ মার্চ বিকেলে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
এমইউ/বিএ/এএসএম
বিজ্ঞাপন