ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সরকারি চাকরিতে কোটার প্রয়োগ পরীক্ষায় কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৫

বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিতে নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি প্রয়োগের বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে মঙ্গলবার (২৫ মার্চ) ১১ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুগ্ম সচিব পর্যায়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের একজন করে কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া কমিটির সদস্যসচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিবকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটার প্রয়োগ পর্যালোচনা করে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে যে কোনো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

আরএমএম/কেএসআর/এমএস

বিজ্ঞাপন