ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারীদের সুরক্ষায় চালু হচ্ছে শর্টকোড

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৫ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীদের সুরক্ষায় পুলিশ হটলাইন নম্বর চালু করেছে। সরকারের পক্ষ থেকে শর্টকোড চালু করা হচ্ছে। কল-টেকার হিসেবে শতভাগ নারী কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যেন নির্দ্বিধায় কথা বলা যায়।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হয়েছে। এসব মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা হয়েছে, বিচার বিলম্বে বাধা দূর করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ডিএনএ ল্যাব স্থাপনের কাজ চলছে। খুব দ্রুতই বিশেষ জুডিসিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন অনেক বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিকটিম শিশুরা যাতে দ্রুত বিচার পায় সেজন্য আলাদাভাবে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, নারীর প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা ও নারীকে খাটো করে রাখার প্রবৃত্তি যারা ধারণ করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি সব ধরনের বাধা ভেঙে দেওয়ার মহাশক্তি দিয়েছে। বাধা যত শক্তই হোক, যত উঁচুই হোক, সব দূরত্ব ঘোঁচাতে প্রযুক্তি ব্যবহার করতে হবে।

এমইউ/এমএএইচ/এএসএম

বিজ্ঞাপন