ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্পা সেন্টারে র‍্যাবের অভিযান

৭২ নারীকে মুচলেকায় ছাড়, ৫৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৫ মার্চ ২০২৫

অবৈধ স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার দায়ে রাজধানীর গুলশান ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ৩ জন আসামিকে অর্থদণ্ড এবং আর্থিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে ৭২ নারীকে মুচলেকায় স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) আনুমানিক রাত ৮টা থেকে সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান-এর নেতৃত্বে বিভিন্ন অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৪ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নূর আলম বলেন, র‌্যাব-১ এর অভিযানে রাজধানীর গুলশান ও বনানী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বমোট ৫৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ আসামিকে ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ঢাকার বেশ কিছু অবৈধ স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করে যুব সমাজকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ আনুমানিক রাত ৮টা থেকে আজ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর একটি আভিযানিক দল ঢাকার গুলশান থানা ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সর্বমোট ৫৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড, ১ জন আসামিকে উভয় দণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান এবং ৩ জন আসামিকে অর্থদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডের পরিমাণ হলো- ৩৭ জনকে ৭ দিনের, ১২ জনকে ১৫ দিনের, ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

বিজ্ঞাপন

কেআর/এমএইচআর

বিজ্ঞাপন