অবৈধ সম্পদ: স্ত্রীসহ সাবেক চিফ হুইপ লিটনের বিরুদ্ধে ২ মামলা

প্রায় ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর-ই-আলম চৌধুরী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
- আরও পড়ুন
- সিআইডির সাবেক প্রধান আলী মিয়ার দুর্নীতি অনুসন্ধান শুরু
- সাবেক ডিআইজি মোল্যা নজরুলের ফ্ল্যাট-জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
- জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ
প্রথম মামলায় নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসেবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় নূর-ই-আলম চৌধুরী ও তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীকে আসামি করা হয়েছে। জিনাত পারভীনের বিরুদ্ধে কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসএম/ইএ/এএসএম
বিজ্ঞাপন