ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৩ মার্চ ২০২৫

তিনদিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শনিবার দেশে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ (রোববার) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।

আজ আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এ মাসে আরও একটি তাপপ্রবাহ হতে পারে। দুদিন পর থেকে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায়, ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমএইচআর/জেআইএম

বিজ্ঞাপন