র্যাবের অভিযান
খাবারে ক্ষতিকারক রং ও কেমিক্যাল ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় ক্ষতিকারক ফুড কালার ও কেমিক্যাল ব্যবহার করায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় তেজগাঁও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা এবং সুমাইয়া বেকারিকে ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।
বিজ্ঞাপন
এসব কারখানায় ব্যবহার করা ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে এসব কারখানা বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ভোট চাই না: শহীদ মুগ্ধর বাবা
- ৩ মধ্যরাতে গুলশানে স্পা সেন্টারে র্যাবের অভিযান, একাধিক নারী আটক
- ৪ আহত-শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন না করলে বেইমানি করা হবে
- ৫ চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার