ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় একদিনের ছুটি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৫

এ বছর চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলা- খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে একদিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর তেজগাঁওয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, পহেলা বৈশাখের সরকারি ছুটি তো থাকবেই। কিন্তু তিন পার্বত্য জেলায় ওই সময় বিজু , বৈসাবি ও সাংগ্রাই বিভিন্ন উৎসব পালিত হয়। এ কারণে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।

এমইউ/এএমএ/জেআইএম

বিজ্ঞাপন