ধর্ষণের অভিযোগ, ঢাকা মেডিকেলে ভর্তি ৪ কিশোরী

রাজধানীর খিলগাঁও থানা ও মুগদা থানায় পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা, সকাল ১১টা, সকাল সাড়ে ১১টা ও সকাল পৌনে ১২টায় ওই চার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তাদের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ সকাল ১০টার দিকে ১৫ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। পরে তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়।
অন্যদিকে, মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ১৫ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে এলে তাকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন চিকিৎসকেরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাফায়েত ১৩ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। পরে ওই কিশোরীকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন ১২ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। পরে তাকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় আজ সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে খিলগাঁওয়ে এক কিশোরী ও মুগদা এলাকা থেকে ৩ কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা ৪ জন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হবে বলেও জানান তিনি।
কাজী আল-আমিন/এএমএ/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদযাত্রার চতুর্থ দিন: যাত্রী বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন
- ২ বোয়াও সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা
- ৩ অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাস কাউন্টারকে জরিমানা
- ৪ ধানমন্ডিতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪ জনের পরিচয় প্রকাশ
- ৫ স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত