৯৯৯-এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।
মঙ্গলবার (১৮ মার্চ) দায়িত্বভার গ্রহণ করেই ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। তিনি ৯৯৯-এর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পেশাদারত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে। সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।
কেআর/এমকেআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে ছিলেন তুরাগে, অবশেষে গ্রেফতার
- ২ বিয়ের আসরে নবদম্পতির প্রতিবাদী বার্তা ‘জাস্টিস ফর হাদি’
- ৩ গুলিস্তানে খদ্দর বাজার কমপ্লেক্সের ছাদে ছিল জায়নামাজ-টুপির গুদাম
- ৪ ইটভাটায় কনভেয়ার বেল্ট মেশিনে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
- ৫ গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে