ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ময়নাতদন্ত রিপোর্ট : পানিতে ডুবে জিহাদের মৃত্যু

প্রকাশিত: ০৫:০০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

পানিতে ‍ডুবে শিশু জিহাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করেছে মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের উদ্যোগে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. শফিউজ্জামান খায়ের ও ডা. প্রদীপ।

রোববার বোর্ড প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, জিহাদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ৪ বছরের জিহাদ ওয়াসার পরিত্যক্ত পানির পাম্পের গর্তে পড়ে যায়। গর্তটি সাড়ে তিন শ’ ফুট গভীর ছিল।

পরদিন শনিবার দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার কয়েক মিনিটের পরেই স্বেচ্ছাসেবী ৪/৫ মানুষ ওই গর্ত থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে।