ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সপরিবারে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৮ মার্চ ২০২৫

স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ৯ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার স্ত্রী ও কন্যার চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন। ৯ দিনের এই সফর শেষে আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন প্রধান নির্বাচন কমিশনার।

এতে আরও জানানো হয়, এই ভ্রমণের সব খরচ প্রধান নির্বাচন কমিশনার নিজেই বহন করবেন। সিইসির সঙ্গে থাকবেন তার স্ত্রী শাহীন ফেরদৌসী, মেয়ে তাসনিমা নাসির উদ্দিন এবং তার নাতি-নাতনি জুহাইনা রিজওয়ান ও আরশান রিজওয়ান।

ভ্রমণকালীন সিইসির অনুপস্থিতি বাংলাদেশের বাইরে গৃহীত ছুটি হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়।

এমওএস/কেএসআর/জেআইএম