ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৭ মার্চ ২০২৫

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে মো. নাঈম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নাঈম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা রাজু মিয়া বলেন, ‘নাঈম ৬ মাস ধরে কাজ করছে। কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।’

আরও পড়ুন

নিহত নাঈম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুরপাড় গ্রামের নাজিমুল ইসলামের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস