ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ১১:৩২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ফুল দেয়ার পর সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ মোনাজাত করেন।

পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফারুক খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, এডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার, প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, শেখ কবির হোসেন ও শেখ জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।