আরও ২ দিন থাকবে শৈত্য প্রবাহ
ঘন কুয়াশা ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলসহ সারাদেশে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগে অসুবিধা হচ্ছে। বিমান চলাচলেও বাধা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই অবস্থা আরও দুই দিন থাকবে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সানাউল হক জানান, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শনিবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।