আমরা ব্রিটিশ পুলিশ নই: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মো. সাজ্জাত আলী বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। তাই যে কোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় তিনি প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞাপন
এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়। ডিএমপির বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কেআর/ইএ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ ট্রেনের ৮২ টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেফতার
- ২ সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর
- ৩ বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- ৪ ড. ইউনূসের সঙ্গে এফএও মহাপরিচালক কু ডংইয়ের সাক্ষাৎ
- ৫ ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু টানা ৯ দিনের ছুটি