ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদি পৌঁছেছেন ৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২২ এএম, ২৮ জুলাই ২০১৯

পবিত্র হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজার ৩৬৫।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৪টিসহ ২৬০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

গতকাল শনিবার মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল রাত ১টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মক্কা, মদিনা ও জেদ্দার সেবা কার্যক্রম এবং সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাস্থ মৌসুমি হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা।

অন্যদিকে, গতকাল বেলা ১১টায় সরকারি ব্যবস্থাপনায় আগত নবম, দশম ও একাদশ ফ্লাইটের সব হজযাত্রী মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

এমইউ/জেএইচ/এমএস

আরও পড়ুন