ভিডিও EN
  1. Home/
  2. বিবিধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য রায়হান আহমেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত মিডিয়া সেলের সদস্য নির্বাচিত হয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত চিঠিতে আল মাসনূনকে সেল সম্পাদক বানিয়ে তামীমসহ ১৩ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়হান জুলাই বিপ্লবে প্রথম সারির একজন সক্রিয় আন্দোলনকারী ছিলেন। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। তিনি খিলগাঁও মারকাযু শাইখুল ইসলাম আল মাদানি মাদরাসার সাবেক ছাত্র ও একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কন্টেন্ট অ্যান্ড কপিরাইটার হিসেবে কর্মরত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সদস্য রায়হান আহমেদ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিডিয়া সেলে সদস্য হওয়ার পর তাকে আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক সারজিস আলম, তারেকুল ইসলাম ও রিফাত রশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে।

রায়হান বলেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই যুক্ত ছিলাম। প্রতিদিন অফিস শেষ করে আন্দোলনে যোগ দিতাম। একপর্যায়ে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য চাপের মুখে চাকরি থেকেও রিজাইন দিই। ১৫-১৬ তারিখ আন্দোলন জোরালো হলে র্ফামগেট, শাহবাগ, মোহাম্মদপুরে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেই। ১৭ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা করা হলে ওই দিন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করি। ৫ আগষ্ট আন্দোলনে অংশগ্রহণ করার সময় পুলিশ সিএনজি থেকে গ্রেফতার করে, কয়েকঘণ্টা জেলহাজতেও ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর জেল থেকে মুক্তি পাই।

বিজ্ঞাপন

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া সেলের মাধ্যমে সংগঠন ও মানুষের অধিকার নিশ্চিতকরণের জন্য কাজ করতে চাই। মানুষ যেন নাগরিক অধিকার ফিরে পায়, এ লক্ষ্যে কাজ করতে চাই। ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ভেঙে দিয়ে সুন্দর ও সুষ্ঠু সমাজব্যবস্থার মাধ্যমে দেশে ও জাতির কল্যাণ নিশ্চিত করতে চাই।

এসআইটি/জিকেএস

বিজ্ঞাপন