ভিডিও EN
  1. Home/
  2. শোকাবহ আগস্ট

জাবি অর্থনীতি অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০১ পিএম, ৩১ মে ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমিতে এ সম্মেলন হয়।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য জাবি অর্থনীতি অ্যালামনাইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জাবির সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম বেবি। আর সাধারণ সম্পাদক হয়েছেন জাবির নবম ব্যাচের শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. গোলাম মোস্তফা।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ১১তম ব্যাচের মো. শফিকুল ইসলাম। সহ-সভাপতি হয়েছেন এম. মফিজুল ইসলাম (৫ ব্যাচ), দীল মোহাম্মদ দিলু (৭ ব্যাচ), উত্পল কুমার সাহা (৮ ব্যাচ), মো. তাহিয়াত হোসেন (৯ ব্যাচ), নাসমিন আনোয়ার ছবি (১০ ব্যাচ), (পদাধিকার বলে বিভাগীয় সভাপতি) ড. খন্দকার আশরাফুল মুনিম নেহাল, বিধান ত্রিপুরা (২১ব্যাচ)।

জাবি অর্থনীতি অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

অন্যদিকে যুগ্ম-সম্পাদক হয়েছেন নারায়ন চন্দ্র সরকার (১৪ ব্যাচ), নেছার আহমেদ (১৫ ব্যাচ)। সহ-সম্পাদক রিয়াজ-উস-সেলিম (১০ ব্যাচ), মো. নুরুন্নবী নবাব (১৪ ব্যাচ), নওশাদ মোস্তফা জয়ীত (২০ ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কর্নেল নেওয়াজ খুরশিদ আহমেদ তুহিন (১৮ ব্যাচ), অধ্যাপক আয়শা সিদ্দিকা রাশু (২৪ ব্যাচ), মহিলা সম্পাদক ড. রাজিয়া মাহবুব আক্তার শরমিন (২১ ব্যাচ), শিক্ষা, মানব উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক ড. মো. মাহবুব আলম (১৮ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াছিন আলী (৩০ ব্যাচ), ছাত্র কল্যাণ ও সমাজসেবা সম্পাদক মো. রনি হোসাইন (৩৯ ব্যাচ), দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরী (৭ ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল (১৮ ব্যাচ), সেমিনার, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুতফুর রহমান শিশির (২৫ ব্যাচ), তথ্য, যোগাযোগ প্রযুক্তি ও আন্তঃ সম্পর্ক উন্নয়ন সম্পাদক শেখ মো. আল আমিন (৩৯ ব্যাচ)।

কার্যকরী সদস্যরা হলেন- এম. গোলাম আব্বাস হেলাল (২ ব্যাচ), মো. মঈন উদ্দীন (৫ ব্যাচ), সৈয়দা নাজমা পারভিন পাপড়ী (৮ ব্যাচ), সিদ্দুকুর রহমান মোল্লা কামাল (৮ ব্যাচ), মাসুম আলী (৯ ব্যাচ), মো. গোলাম রব্বানী (১১ ব্যাচ), ড. মো. আইনুল ইসলাম (১১ ব্যাচ), জামশেদুর রহমান রুবেল (১৩ ব্যাচ), শেখ মো. শরিফ উদ্দিন, এনডিসি (১৪ ব্যাচ), অধ্যাপক ড. মো. রেজাউল করিম (১৪ ব্যাচ), মো. সাখাওয়াত হোসেন (১৬ ব্যাচ), হাবিবুর রহমান কাঞ্চন (১৯ ব্যাচ), মাহবুব আলম স্বপন (২০ ব্যাচ), মোস্তফা হাসান আল মামুন কল্লোল (২১ ব্যাচ), মো. মাসুম বিল্লাহ সানী (২৫ ব্যাচ), শামীমা আক্তার (২৬ ব্যাচ), সাহানোয়ার সাইদ শাহীন (৩১ ব্যাচ), গোলাম মুজতবা খান লুসেন্ট (৩৪ ব্যাচ)।

এমওএস/জেডএইচ/এএসএম