ভিডিও EN
  1. Home/
  2. শোকাবহ আগস্ট

বঙ্গবন্ধুকে হত্যা পুরো জাতির প্রতি আঘাত : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০১ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবারের উপরই হামলা ছিল না, এই হত্যকাণ্ড ছিল পুরো জাতির প্রতি আঘাত। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরাজয়ের প্রতিশোধ নিতেই নির্মমভাবে তার পরিবারের সব সদস্য, ভাগিনা এবং নিরাপত্তা কর্মকর্তাসহ বঙ্গবন্ধুকে হত্যা করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন চত্বরে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করা এবং স্বাধীন জাতি হিসেবে বাঙালি জাতির বিজয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াই ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড।

খুনিরা চেয়েছিল যাতে বাঙালি জাতি আর কেনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যা করে।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।

শেখ হাসিনা স্মৃতিচারণ করে বলেন, মাত্র ১৫ দিন আগে তিনি তার পুত্র জয় ও কন্যা পুতুল এবং তার একমাত্র জীবিত বোন শেখ রেহানাকে নিয়ে জার্মানি যান। তিনি বলেন, আমরা ভাবতেও পারিনি যে, আমাদের জন্য এ রকম দুর্যোগ অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রী কান্না ভেজা কণ্ঠে বলেন, আমরা সবাইকে দেশে রেখে গিয়েছিলাম। এবং ১৫ দিন পরে আমরা একই সময়ে তাদেরকে হারিয়েছিলাম, এটা কতটা বেদনাদায়ক ছিল! শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন। তিনি তার সারা জীবন জনমানুষের মুখে হাসি ফুটাতে বাঙলি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস কাজ করেছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বের মাঝে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। শেখ হাসিনা কালরাত্রির ঘটনার কথা স্মরণ করে বলেন, আমি ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়েছি। ঘাতকরা আমার মাকে হত্যা করেছে- যিনি সাধারণত বঙ্গবন্ধু জেলে গেলে রাজনীতির হাল ধরতেন এবং তার রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর সঙ্গে ছায়ার মতো থাকতেন ও তার প্রেরণা যোগাতেন।’

শেখ হাসিনা বলেন, তার বিশ্বাস ছিল অবশেষে সত্যের জয় হবে। অতএব তিনি কখনো একটি সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যচ্যুত হননি। বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নিতে এবং স্বাধীনতার স্বপ্ন সত্যে পরিণত করতে তিনি কৃষক লীগকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিএ