ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

অনলাইনে প্রথম পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির আরাফাত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এ অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ‘খরচ বাঁচাতে খাদ্য তালিকায় কমছে আমিষ, বাড়ছে হেঁটে যাতায়াত’ শীর্ষক চার পর্বের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন রিপন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসান ও জুরিবোর্ডের প্রধান ডিআরইউয়ের সাবেক সভাপতি শফিকুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনে পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের আবু সালেহ রনি।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের আহসান হাবীব রাসেল। এই ক্যাটাগরিতে যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জসীম উদ্দিন হারুন ও ফারহান ফেরদৌস।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ডিবিসি নিউজের মো. আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নিউজ টাইম বিডির মাসুদ মোস্তাহিদ এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের মো. জোবায়ের হোসেন। এই ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়।

ইয়াসির আরাফাত রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন (ইটিভি), অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ কাজ করেছেন। ২০২০ সালের নভেম্বরে জাগোনিউজ২৪.কম-এ যোগ দেন তিনি।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বিটে কাজ করছেন ইয়াসির আরাফাত রিপন। সাংগঠনিকভাবে তিনি ডিআরইউ ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) স্থায়ী সদস্য।

এর আগে রিপন আবাসন খাত ও আবাসন খাতে ব্যাংক সংশ্লিষ্টতা বিষয়ে ‘রিহ্যাব বর্ষসেরা পুরস্কার’ লাভ করেন।

এনএইচ/কেএসআর/এএসএম