ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সময় টিভির ডিজিটালের দায়িত্বে শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৪ অক্টোবর ২০২৪

সময় মিডিয়া লিমিটেডের মাল্টিমিডিয়া টিমের দায়িত্ব পেয়েছেন কামাল হোসাইন শাহরিয়ার। ১ অক্টোবর থেকে মাল্টিমিডিয়া লিড হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

গত ৩০ সেপ্টেম্বর তাকে চিঠি দিয়ে এ দায়িত্ব দিয়েছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডের এক পোস্টেও এ তথ্য উল্লেখ করেছন তিনি।
এর আগে প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডেস্কের লিড হিসেবে কর্মরত ছিলেন কামাল শাহরিয়ার। ন্যাশনাল ডেস্কের হয়ে টেলিভিশন, ওয়েব এবং ডিজিটাল প্লাটফর্মের সমন্বয় করতেন।

বরিশালের আঞ্চলিক পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন কামাল শাহরিয়ার। এরপর ঢাকায় এসে দৈনিক ভোরের ডাক পত্রিকায় কাজ শুরু করেন। এছাড়াও দৈনিক সংবাদ ও দৈনিক ইত্তেফাক-এ কাজ করেছেন তিনি। বাংলানিউজ টোয়েন্টফোর ডটকম, ঢাকা টাইমস টোয়েন্টফোর ডটকমেও কাজ করেছেন কামাল শাহরিয়ার।

মাঝে বন্ধুদের সঙ্গে যুক্ত হন দেশটাইমস টোয়েন্টফোর ডটকম নামে একটি অনলাইন পোর্টালে। নানা কারণে সেটি বন্ধ হয়ে যায়। পরে তিনি যোগ দেন সময় টেলিভিশনে। ২০২১ সালে ন্যাশনাল ডেস্ক ইনচার্জ থাকা অবস্থায় সময় টিভি ছেড়ে দিয়েছিলেন কামাল শাহরিয়ার।

সে বছরের আগস্টে ন্যাশনাল ডেস্কের প্রধান হিসেবে যোগ দেন দেশের প্রথম বিজনেস টেলিভিশন এখন-এ। ২০২৩ সালের জুনে তুষার আবদুল্লাহর তত্ত্বাবধানে থাকা এখন টিভি ছেড়ে দেন শাহরিয়ার। পরে ন্যাশনাল লিড হিসেবে আবারও সময় টেলিভিশনে ফেরেন তিনি। মূলত সময় ও এখন টিভি- দুটোই সিটি গ্রুপের মালিকানাধীন।

সময় টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে অদম্য বাংলাদেশ, তারুণ্যের সময় ও সাম্প্রতিক ভাবনা সরাসরি সম্প্রচারিত প্রোগ্রামের উপস্থাপনা করেছেন কামাল শাহরিয়ার। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সময় বিদেশি সংবাদমাধ্যমে ফিল্যান্স জার্নালিস্ট হিসেবে কাজ করেন তিনি।

এএইচ/জিকেএস