ডিআরইউর প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় ডিআরইউ প্রাঙ্গণে জানাজা হয়।
এর আগে দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে বদিউল আলমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।
এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।
বদিউল আলসের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বদিউল আলম গণকন্ঠ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নিউজ টুডে পত্রিকায় প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি, সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি নিউজ টুডে পত্রিকায় সিটি এডিটর ছিলেন।
এনএইচ/জেডএইচ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প