আলমগীর হোসেনকে চাকরিচ্যুত করায় ডিজাব-ক্র্যাবের নিন্দা
ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার বার্তা প্রধান আলমগীর হোসেনকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করায় তীব্র নিন্দা জানিয়েছে ডিজাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ডিজাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় অফিসের কয়েকজন কুচক্রীর পূর্ব পরিকল্পিত এক ষড়যন্ত্রের মাধ্যমে বহিরাগত কিছু লোকজন এনে ‘মব পরিস্থিতি’ তৈরি করে আলমগীর হোসেনকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে। মূলত, গত কয়েকদিন ধরে তাদের অফিসের কয়েকজন মিলে তাদের ঊর্ধ্বতন পর্যায়ের দুই-তিনজনকে (ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও বার্তা প্রধান) যেকোনো উপায়ে সরিয়ে তারা পত্রিকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছিলেন।
সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ৩০ থেকে ৪০ জনের বহিরাগত একটি দল অফিসে প্রবেশ করে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে হুমকি-ধামকি এবং উগ্র আচরণ দেখিয়ে অফিসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ঠিক তখনই অফিসের কয়েকজন কুচক্রী তাদের সঙ্গে তালমিলিয়ে প্রকাশ্যে মনগড়া মিথ্যা অভিযোগ তুলে এক ধরনের জিম্মি পরিস্থিতির তৈরি করে। যার একপর্যায়ে তিনি ইস্তফা দিতে বাধ্য হন।
আলমগীর হোসেন জানান, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কুচক্রীরা নানা মিথ্যা ‘ট্যাগ’ লাগিয়ে যে নোংরা ষড়যন্ত্র করেছে তাতে আমি হতভম্ব ও মর্মাহত।
ডিজাব সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এভাবে মিথ্যা ট্যাগ লাগিয়ে চাকরিচ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ডিজাব নির্বাহী কমিটি মনে করে, আলমগীর হোসেন অত্যন্ত পেশাদার একজন সাংবাদিক। তিনি সশস্ত্র বাহিনী বিটের এবং অপরাধ বিষয়ক সাংবাদিকতায় সব সময় পেশাদারত্ব বজায় রেখেছেন। তাই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডিজাব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে ডিজাব নির্বাহী কমিটি।
পাশাপাশি দৈনিক সময়ের আলো পত্রিকার বার্তা প্রধান আলমগীর হোসেনকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ইসি সদস্য ক্র্যাব সদস্য আলমগীর হোসেনকে বলপূর্বক চাকরিচ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
টিটি/ইএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প