ডিআরইউর সদস্যদের সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সহযোগিতায় ডিআরইউ সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৪ মে) রাজধানীর শহীদ আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউর সিনিয়র সদস্য প্রনব কুমার মজুমদার, আসিফ কল্লোল, শামীম হোসেন, সাঈদ খান, রফিক মুহাম্মদ, শহিদুল ইসলাম খান প্রমুখ।
এসময় এম বি সাইফ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর বিশ্বজুড়ে ২৩৬ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ঢাকা শহরের ছেলে-মেয়েরা অনেকেই সাঁতার জানেন না। যার কারণে গ্রামের বাড়ি কিংবা কোথাও বেড়াতে গিয়ে পানিতে নামলে ডুবে মারা যাওয়ার মতো ঘটনা ঘটে। তাই আমাদের সকলকেই সাঁতার জানাটা জরুরি।
ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, ইউনিসেফের হিসাব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এ মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ৭ দশমিক ৪ শতাংশ হয় পানিতে ডুবে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের সাঁতার শেখানো। সাঁতার প্রশিক্ষণে বাংলাদেশ সাঁতার ফেডারেশন সবসময়ই ডিআরইউর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিআরইউর আয়োজিত সাঁতার প্রশিক্ষণ চলবে আগামী তিনমাস। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত।
এমএএস/এসআইটি/জিকেএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৪ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর
- ৫ শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা