সাংবাদিক শহীদুল ইসলাম মারা গেছেন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য শহীদুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পরে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শারীরিক অসুস্থতায় কয়েক বছর ধরে তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুরের গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ভাই, তিন বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শহীদুল ইসলামের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ আসর নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
শহীদুল ইসলাম বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। সর্বশেষ ইংরেজি দৈনিক দি নিউ নেশনের বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন।
এনএইচ/এমএএইচ/জিকেএস