ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

আরডিজেএ সভাপতি লিটন ও সম্পাদক ইমন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-এ বিডি নিউজের বিশেষ সংবাদদাতা মর্তুজা হায়দার লিটন সভাপতি ও দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরুল কাওসার ইমন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে তাদের নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শামসুল হক দূররানী। এসময় অপর নির্বাচন কমিশনার একে শামসুজ্জোহা ও এমএম মাসুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দৈনিক নবচেতনার সাইফুল ইসলাম চয়ন সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রম অনুযায়ী যুগ্ম-সম্পাদক পদে দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক (১) ৯৬ ভোট ও বাংলা ভিশনের সৈয়দ আব্দুল মুহিত (২) ৮ ভোটে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিটিভির সিনিয়র রিপোর্টার মাজেদুল ইসলাম পাপেল।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের জাহিদ কাজী, নারী বিষয়ক সম্পাদক পদে এসএ টিভির গোলেনুর খাতুন রুপা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে সান নিউজ ডটকম (সাবেক) এর মো. আসমাউল মুত্তাকিন সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত, একই পদে আরিফুল ইসলাম আরিফ ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

jagonews24

এছাড়া কার্যনির্বাহী সদস্য বাবুই-এর কাদের বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরআগে, আরডিজেএ এর দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রংপুর বিভাগের উন্নয়নে ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রতিটি জেলা থেকে ঢাকার যোগাযোগ সহজীকরণে নৌ-পথ, সড়ক পথ ও রেলপথের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপে এগিয়ে চলছে সরকার। সরকারের এ উন্নয়নে শামিল হতে গণমাধ্যমের জোরালো ভূমিকার প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

জেএ/এমকেআর/এমএস