ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব
ব্যাডমিন্টনে জাগো নিউজের সাঈদ শিপন রানার আপ
ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউর ক্রীড়া উৎসব-২০২৩-এর ব্যাডমিন্টন এককের পুরুষ বিভাগে বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। আর রানার আপ হয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। আর রানার আপ হয়েছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর শামসুন্নাহার বিনু।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।’ বুধবার এ প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়।
পুরুষ ব্যাডমিন্টন এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। ফাইনালে তিনি পরাজিত করেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সাঈদ শিপনকে। ফলে রানার আপ হন সাঈদ শিপন। আর তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক নয়াদিগন্তের জসিম উদ্দিন রানা।
অন্যদিকে নারী ব্যাডমিন্টন এককে টানা চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। এ ইভেন্টে রানার আপ হয়েছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভির শামসুন্নাহার বিনু এবং তৃতীয় স্থান অধিকার করেন বিটিভির নার্গিস জুঁই।
এর আগে, রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ, ডিআরইউর সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান এবং আন্তর্জাতিক রেফারি অহিদুজ্জামান রাজু।
এমএএস/এমআইএইচএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প