কুল মিডিয়া কাপ টুর্নামেন্ট
আজকের পত্রিকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জাগো নিউজ
দেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজিত কুল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম। আজকের পত্রিকাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে জাগো নিউজ।
শনিবার (২১ জানুয়ারি) বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ক্র্যাব ক্রিকেটে চ্যাম্পিয়ন ডমিনেটর্স, রানার্সআপ টুডেস ক্রাইম
দিনের প্রথম খেলায় আজকের পত্রিকাকে ১-০ গোলে হারিয়েছে জাগো নিউজ২৪.কম। জাগো নিউজের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন দলের অধিনায়ক ও স্ট্রাইকার মনিরুজ্জামান উজ্জ্বল। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো জাগো নিউজ।
আরও পড়ুন: আনন্দ-আড্ডায় জাগো নিউজের প্রতিনিধি সম্মেলন
আরও পড়ুন: সম্মাননা পেলেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বলসহ ১০ জন
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে জাগো নিউজ। ৫ মিনিটের মাথায় দারুণ এক শটে গোল করেন জাগো নিউজের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল। ১-০ গোলে এগিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি জাগো নিউজ। ফলে খেলার নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে জয় নিয়েই। ম্যাচ সেরা হয়েছেন জাগো নিউজের অধিনায়ক মনিরুজ্জামান উজ্জ্বল।
জাগো নিউজের দল:
রফিকুল ইসলাম (ম্যানেজার), মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), সাঈদ শিপন (সহ-অধিনায়ক), ইয়াসির আরাফাত রিপন, আবেদীন জিম (গোলরক্ষক); অনিমেশ দত্ত, জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মিরাজ, রাসেল মাহমুদ, তৌহিদুজ্জামান তন্ময়।
আরএসএম/আরএডি/এমএস