ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

৩ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বখতিয়ারের

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

মো. বখতিয়ার হোসেন (৫৫) সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা বিভাগে কাজ করছেন প্রায় ২ যুগ ধরে। তার হৃদ্যন্ত্রে দুটি ব্লক রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত স্ট্যান্ট বা রিং পরাতে হবে। এর জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।

২০১৯ সাল থেকে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকায় গ্রাফিকস ডিজাইন বিভাগে কাজ করছেন মো. বখতিয়ার। তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকার মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন তিনি।

বখতিয়ারের দীর্ঘদিনের সহকর্মী ও দৈনিক সময়ের আলোর পৃষ্ঠাসজ্জা বিভাগের প্রধান শাহ আলম বলেন, ‘২০১৯ সালে একদিন অফিসে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন পর সুস্থ হয়ে তিনি আবার কাজে যোগ দেন।’

বখতিয়ার হোসেন তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী খাদিজা আক্তার বলেন, ‘হাসপাতাল থেকে ফেরার পর বছরখানেক সুস্থ ছিলেন। এরপর থেকে তার বুকে ব্যথা হচ্ছিল। গত ৯ নভেম্বর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের চিকিৎসক সমীর কুমার কুণ্ডুর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হৃদ্যন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। একটির ৯৮ শতাংশ ও আরেকটির ৯৯ শতাংশ ব্লক আছে। যত দ্রুত সম্ভব স্ট্যান্ট বা রিং পরাতে বলেছেন চিকিৎসকরা। এর জন্য ৩ লাখ টাকা প্রয়োজন।’

বখতিয়ার হোসেন বলেন, ‘আমি একজন নিম্নআয়ের গণমাধ্যমকর্মী। আমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করছি।’

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বখতিয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১০০২৩৯১৪৩৩৪৭, জনতা ব্যাংক, মুগদা শাখা, ঢাকা। এ ছাড়া ০১৭৩৯৫২৬২০৪ নম্বরে বিকাশ করা যাবে।

এসইউ/এমএস

আরও পড়ুন