‘চ্যানেল সিক্সটিন’ বন্ধ করার নির্দেশ
বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল সিক্সটিন’ বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আকতারুজ্জামান তালুকদারের স্বাক্ষর করা এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ টেলিভিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে এই চ্যানেলটি বন্ধের দাবি জানিয়েছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। সংগঠনটি এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে চিঠিও পাঠিয়েছিল।
টেলিভিশন–সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এই চ্যানেলটি বিদেশ থেকে পরিচালনার কথা বলে মূলত কৌশলে ঢাকা থেকেই পরিচালিত হয়। এর বিভিন্ন বিজ্ঞাপন ও গানও ঢাকায় তৈরি করা হয়।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ২ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৩ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৪ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৫ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর