এতিম শিশুদের পাশে জাগো নিউজ
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অসহায় এতিম শিশুদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্যবাড্ডার ‘বাড্ডা বরকতপুর এতিমখানা’র শিশুদের মাঝে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জাগো নিউজের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ ও প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার।
এ সময় সুজন মাহমুদ বলেন, মানবতার ডাকেই এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছি আমরা। ভবিষ্যতেও জাগো নিউজের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাড্ডা বরকতপুর এতিমখানার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান বলেন, জাগো নিউজের মতো অন্যান্য প্রতিষ্ঠান যদি এতিম শিশুদের পাশে এসে দাঁড়ায় তাহলে এতিম শিশুদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জাগো নিউজের সহকারী সম্পাদক ড. হারুন রশীদ, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব প্রোগ্রাম মো. মাসুদুজ্জামান, জাগো নিউজের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।
এআরএস/আরআইপি
সর্বশেষ - গণমাধ্যম
- ১ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ২ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৬ সাংবাদিক
- ৪ তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর
- ৫ শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা