মাহফুজ আনামের বিরুদ্ধে দিনাজপুরে মামলা
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. সামসুর রহমান পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন অ্যাড. হযরত আলী বেলাল।
দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আহসানুল হকের আদালতে এই মামলা দায়ের করেন। তিনি মামলাটি গ্রহণ করে নথিভুক্ত করেন।
মামলার বাদী লিখিত বক্তব্যে বলেন, ৪ ফেব্রুয়ারি দি ডেইলি স্টার পত্রিকায় আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেও প্রতি বাংলাদেশের জনগণের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও অপ-অভিপ্রায় সৃষ্টির লক্ষ্যে একটি সংস্থার নির্দেশনার বাস্তবায়নে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা, বিকৃত তথ্য গুজব ও মনকড়া সংবাদ তৈরি করে সংবাদ প্রকাশিত করা হয়েছে। তাই পেনাল কোডের ১২০খ(২)৪১৭/৫০৫(ঘ) মামলা দায়ের করেছি।
এমদাদুল হক মিলন/এআরএ/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ পত্রিকা অফিসে হামলা-সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন
- ২ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ৩ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ৪ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ৫ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ