ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

ঐক্য না থাকায় সাংবাদিক হত্যার বিচার হয় না

প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

সাংবাদিকদের মধ্য ঐক্য না থাকায় সাংবাদিক হত্যা মামলাগুলোর বিচার হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, দেশে এখনও সন্ত্রাস, দুর্নীতি, সিন্ডিকেট, জঙ্গিবাদ, মৌলবাদ রয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

খুলনা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব আলম সোহাগের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এসএম হাবিব, বিএফইউজের যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, এমইউজের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রেসক্লাবের সদস্য মোস্তফা সরওয়ার প্রমুখ।

তথ্য উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাস ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় জীবন দিতে হয়েছে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, হারুনার রশিদ খোকন, বেলাল উদ্দিনসহ অনেকেই। কিন্তু আজ পর্যন্ত এই সব হত্যাকাণ্ডের বিচার হয়নি।

সাগর-রুনি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ইকবাল সোবাহান বলেন, এই হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ থাকলেও তা আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। যে কারণে সাংবাদিক দম্পতি ফরহাদ ও গৌতম হত্যার বিচার ছাড়া আর কোনো হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। তিনি বলেন, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

তিনি বলেন, যে রাষ্ট্রে সাংবাদিক হত্যা হয় সে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকে না। তিনি মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

আলমগীর হান্নান/এসএস/এবিএস