সামিয়া রহমানের পর নিউজ টুয়েন্টিফোরে নাজনীন মুন্নী
বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে জনপ্রিয় রিপোর্টার ও উপস্থাপক নাজনীন মুন্নীও যোগ দিয়েছেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চিফ রিপোর্টার হিসেবে চ্যানেলটিতে যোগ দেন।
এর আগে গত সোমবার নিউজ টুয়েন্টিফোরে যোগ দেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান।
নাজনীন মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির জনপ্রিয় বিজনেস শো `একুশে বিজনেস` এর উপস্থাপক ছিলেন তিনি। পরবর্তীতে আরটিভি ও যমুনা টিভিতে কাজ করেন।
নিউজ টুয়েন্টিফোরে যোগ দেয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন নাজনীন মুন্নী। এই চ্যানেলের `বাংলাদেশ সংযোগ` অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়াও নিয়মিত সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে নাজনীন মুন্নী বলেন, ‘আসলে সকল জায়গায় তরুণরাই নেতৃত্বে এখন সফল। এরই ধারাবাহিকতায় নিজেও সফল হতে চাই এবং নিউজ টুয়েন্টিফোরকেও সফলতার জায়গায় নিয়ে যেতে চাই। এটা আমার ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ। `
একে/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প