ডিইউজের নির্বাচন ২০ ফেব্রুয়ারি
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা। রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করবেন। দ্বি-বার্ষিক এই সাধারণ সভা ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ জানান, এবারের নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হলেও দুই তিনটি সাংবাদিক সংগঠনের অনুষ্ঠান থাকায় তাদের অনুরোধে নির্বাচন একদিন পিছানো হয়েছে।
তিনি জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইতিহাসে এবারই প্রথমবারের মত রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নব-উচ্চতায় স্থান পাবে বলে আশা রাখি।
তিনি আরো জানান , ইতোমধ্যেই সকল গণমাধ্যম অফিসে দাওয়াতপত্র পাঠানো হয়েছে। ইউনিয়ন অফিসে কোনো কার্ড পাওয়া যাবে না। প্রত্যেককে তাদের স্ব স্ব অফিস থেকে কার্ড সংগ্রহ করতে হবে ।
এআরএস/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প