ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন
সম্প্রতি সময়ে যুব সমাজ মোবাইলে বন্দি হয়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে খেলাধুলা। সাংবাদিকদের পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা জরুরি। এসব কথা বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২ শুরু হয়েছে। বুধবার (২০ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান এ কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল।
কাবাডি খেলা প্রসঙ্গে ডিআইজি বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। বিভিন্ন খেলায় আমরা অনেক এগিয়ে গেছি। গ্রামে বড় হওয়া প্রায় সব যুবকের কাবাডি খেলার চর্চা ছিল। এখন কিছুটা কমেছে। ক্র্যাব ফেস্টিভ্যালে কাবাডি যুক্ত করায় এ খেলার প্রসার হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। এটা অব্যাহত থাকবে। আগামীতে ক্র্যাবের যেকোনো ফেস্টিভ্যালে বরাবরের মতো ওয়ালটন পাশে থাকবে।
ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাবেক সভাপতি মধুসুধন মণ্ডল।
এসময় ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
টিটি/জেএস/এএসএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
- ২ গণমাধ্যম সংস্কারে কমিশনকে সহযোগিতার আশ্বাস সাংবাদিক নেতাদের
- ৩ বাতিল অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে পিআইডি
- ৪ গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান
- ৫ বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প