ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

নাটোরে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

নাটোরে শোভাযাত্রা আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠের ষষ্ঠ বর্ষপূর্তি এবং সপ্তম বর্ষে পদার্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় শুভ সংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে একটি র‌্যালি এমকে কলেজ থেকে বের হয়ে উত্তরা গণভবন এলাকা প্রদক্ষিণ করে।

পরে এমকে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমকে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনিস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনলজির উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল, উত্তরা গ্রীন একাডেমির অধ্যক্ষ এম কামাল মৃধা এবং টিআইবির সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সদস্য এবং নাট্যকর্মী রফিকুল ইসলাম নান্টু, সাংবাদিক ইসাহাক আলী প্রমুখ।

বক্তারা কালের কণ্ঠের বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠন মূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি