ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘সংশপ্তক’ পুরস্কার পেলেন এস এম নাসির

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শিশু-কিশোর সংগঠন ‘সংশপ্তক’র ৩১ বছর পূর্তি হয়ে গেল। এ উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। সেখানে বিভিন্ন বরেণ্যজনদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

ফটোসাংবাদিকতায় বিশেষ সন্মাননা পুরস্কার পেয়েছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের সিনিয়র ফটোসাংবাদিক ও জাতীয় অর্থনৈতিক পত্রিকা অর্থকথা’র চিফ ফটোসাংবাদিক এস এম নাসির।

গত রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার হাতে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী ও সংশপ্তক পুরস্কার-২০২১’ পুরস্কার তুলে দেওয়া হয়।

কর্পোরেট ও বিনোদন ফটোসাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এস এম নাসিরের হাতে এই পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ভ্রমণ গদ্য লেখক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম প্রমুখ।

এস এম নাসির ছাড়াও বিভিন্ন খাতে আরও অনেকে ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী ও সংশপ্তক পুরস্কার-২০২১’ পেয়েছেন।

এলএ/এএসএম