ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

জাতীয় প্রেসক্লাবে বসছে সিসিটিভি

প্রকাশিত: ১০:৩১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

জাতীয় প্রেসক্লাবের চৌহদ্দিতে শিগরিরই বসানো হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা। সিসিটিভির মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তথা প্রেসক্লাবে আগত সকলের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এছাড়া বিগত কমিটির আমলে আর্থিক দুর্নীতি ও অনিয়মের খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, লাইব্রেরির আধুনিকায়ন ও বহুতল ভবন বিশিষ্ট মিডিয়া সেন্টার নির্মাণেরও সিদ্ধান্ত হয়। প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি তাদের রিপোর্ট পেশ করলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

অতিরিক্ত সাধারণ সভাকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সদস্যদের পদচারণায় জাতীয় প্রেসক্লাব চত্বরও মুখরিত হয়ে উঠে। মূলভবনের বাইরে নীচতলার অডিটরিয়ামে অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সভায় সিনিয়র সদস্যদের পাশাপাশি জুনিয়র সদস্যদেরও বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়। বক্তারা প্রেসক্লাবকে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের পেশাদার সাংবাদিকদের আবাসস্থল হিসেবে গড়ে তোলার ওপর গুরত্বারোপ করেন।

প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটটির সিনিয়র সদস্য সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের উপস্থিতিতে কমিটির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন; সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সদস্য হাসান আরেফিন।

এমইউ/এসএইচএস/পিআর